কুমিল্লা, মেঘনা থেকে নাসরিন সুলতানা
মেঘনার সোনাকান্দা গ্রামে চুরি
কুমিল্লায় মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ওই গ্রামের আক্তার হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর ও আক্তার হোসেনের বরাতে জানা যায়, ওই বাড়ি থেকে ৬ লক্ষ বিশ ২০ হাজার টাকা ও ৬ ভড়ির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে।
উল্লেখ্য, আক্তার হোসেনের বাড়িতে থাকেন না। উনি বাদামতলী ফলের ব্যবসা করেন। পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন।
বিস্তারিত তথ্য জানিয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত করে চুরির বিস্তারিত জানা যাবে আশা করছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামান। তিনি আশ্বস্ত করেছেন, এক সপ্তাহের মধ্যে এর তথ্য উদঘাটনের চেষ্টা করবেন।
সবার দেশ/এওয়াই