ডিসেম্বরের আগেই নির্বাচন চান সেলিম ভূঁইয়া
আগস্টের মধ্যেই জাতীয় সংসদে নির্বাচনের দাবি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার। সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেন বিএনপির এ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ)।
শুক্রবার (৩১ জানুয়ারি) মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেলিম ভূঁইয়া অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, সংবিধান সংস্কার করার কোনো অধিকার এ সরকারের নেই।
তিনি আরও বলেন, সরকারে থেকে রাজনৈতিক দল গঠন জনগণ মেনে নেবে না। কিংস পার্টি গঠন করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা অমূলক চিন্তা।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আহমেদের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে।
সবার দেশ/কেএম