Header Advertisement

Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

টিম ডেভিল হান্ট-সন্ত্রাসী গোলাগুলি 

টিম ডেভিল হান্ট-সন্ত্রাসী গোলাগুলি 
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

গ্রেফতারকৃতরা হলেন চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন (৫০) ও একই ওয়ার্ডের প্রয়াত নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জবাবে যৌথ বাহিনীর সদস্যরা ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে আট থেকে ১০ জন সন্ত্রাসী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের বিকেলে হাতিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। 

এদিকে অভিযানের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নৌবাহিনী হাতিয়া কন্টিজেন্টের প্রধান কমান্ডার আফসার আহাম্মেদ বলেন,গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশের মতো হাতিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে চরকিং ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে। সোমবার রাত ১১টার দিকে যৌথ বাহিনীর দলটি চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কলেজ রোডের হাজী আব্দুল বাসার মার্কেট এলাকার কাউসার মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করতে থাকে।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের ককটেল নিক্ষেপে আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পিছু হঁটতে শুরু করলে যৌথ বাহিনী তাদের ধাওয়া করে নবীর উদ্দিন ও ইমাম হোসেন নামের দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

সবার দেশে/এমকেজে