Header Advertisement

Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০২:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনা বুঝতে পারেনি খোদা আছেন: চরমোনাই

শেখ হাসিনা বুঝতে পারেনি খোদা আছেন: চরমোনাই
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শেখ হাসিনা খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছিলো। ভেবেছিল দুনিয়ায় তাকে নড়াবার মতো কেউ নেই। সে বুঝতে পারেনি খোদা একজন আছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌরপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বিগত বছরগুলোতে আমিই আমার বক্তব্যে বলেছিলাম আপনি যতই উন্নয়নের মহাসড়কের গল্প শোনান না কেনো, যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেননি, যেমনটি পাকিস্তানিরা করেছিলো, আপনারও পাকিস্তানের মতো পরিণতি বরণ করতে হবে। 

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলাম। ওরা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। মাত্র এক বছর আগে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এ জালেমের পতন নিজের চোখে দেখতে চাই। তখন বাংলাদেশের সব ক্ষমতা শেখ হাসিনার কাছে। এক বছর যেতে না যেতে নিজের চোখে জালেমের পতন দেখেছি। আল্লাহ আমার ডাক কবুল করেছে।

গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম। সভা পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম শেখ। এছাড়াও গোপালগঞ্জের পাঁচ উপজেলা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, মাদারীপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার দেশ/এমকেজে