Header Advertisement

Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগ নেতা জামাই-শ্বশুর গ্রেফতার

আ.লীগ নেতা জামাই-শ্বশুর গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা শ্বশুর মুক্তার ও জামাই বাপ্পি রাজনৈতিক মামলায় রাজশাহী শহর থেকে বিকালে ডিবি পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করেন।

উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও আড়ানি পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী (৫০) ও তার জামাই আড়ানি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। 

আড়ানি চক সিংগা গ্রামের মৃত বাবলু হোসেনের ছেলে রিবন আহমেদ বাপ্পি, সাবেক মেয়র মুক্তার আলীর জামাই।

মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দীন ছেলে। তাদের দুজনকে রাত ১০টায় বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের পটপরিবর্তনের পর থেকে তারা আত্মগোপনে ছিলো।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, দেশের পটপরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

সবার দেশ/এমকেজে