Header Advertisement

Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সাইনিং স্টার লার্নিং স্কুলের ছোট্ট রবিনের চমকপ্রদ উপস্থাপনা

সাইনিং স্টার লার্নিং স্কুলের ছোট্ট রবিনের চমকপ্রদ উপস্থাপনা
ছবি: সবার দেশ

শিশুদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। কুমিল্লার মেঘনা উপজেলার সাইনিং স্টার লার্নিং স্কুল তার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নানা সহশিক্ষামূলক কার্যক্রমেও উৎসাহিত করে। এরই এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হাসান রবিন। 

রবিন সাংবাদিক মো. শহিদুজ্জামান রনির বড় ছেলে।

সম্প্রতি স্কুলটির ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবিন তার ইংরেজি উপস্থাপনার মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে। শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় সে দর্শকদের মুগ্ধ করে তোলে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুখে মুখে রবিনের প্রশংসা ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাইনিং স্টার লার্নিং স্কুলের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ও সোহাগ ভট্টাচার্য। এছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে রবিনের উপস্থাপনা। একটানা ইংরেজিতে সাবলীলভাবে অনুষ্ঠান সঞ্চালনা করে সে। তার আত্মবিশ্বাস, উচ্চারণ ও ভাবভঙ্গি দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়।

স্কুলের পরিচালক মো. নূর আলম বলেন, আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বাড়ানো। রবিন তার প্রতিভা দিয়ে সেটাই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ, আমাদের স্কুলের প্রতিটি শিক্ষার্থী এমন দক্ষতা অর্জন করবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন বলেন, আমি চাই প্রতিটি স্কুলের শিক্ষার্থী রবিনের মতো আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস রবিনের উপস্থাপনায় মুগ্ধ হয়ে বলেন, সাইনিং স্টার লার্নিং স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটি ছোট্ট ছেলে এমন দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। স্কুল কর্তৃপক্ষকে বলবো, শুধু রবিন নয়, যেন প্রতিটি শিক্ষার্থী এমন সুযোগ পায়।  এছাড়া রবিনের এ সাফল্য তার জন্য শুধু একটি অর্জন নয়, বরং এটি ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত।

শিক্ষকদের বিশ্বাস, আত্মবিশ্বাসী শিক্ষার্থীরাই একদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিবেশ ও সুযোগ। সাইনিং স্টার লার্নিং স্কুল সে পরিবেশ তৈরির চেষ্টা করছে, যেখানে রবিনের মতো শিক্ষার্থীরা দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ পাচ্ছে। তার উপস্থাপনা শুধুমাত্র একটি অনুষ্ঠানের অংশ ছিল না, বরং এটি প্রমাণ করেছে প্রতিটি শিশুর ভেতরেই সম্ভাবনার আলো জ্বলে, যা সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম