Header Advertisement

Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৫, ৩ মার্চ ২০২৫

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, হান্নান (৫০), নুরজাহান (৩০), সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), সাব্বির (১২), জান্নাত (৪) ও সুমাইয়া (এক বছর ছয় মাস)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, হান্নানের শরীরের ৪৫ শতাংশ, সুমাইয়া ৪৪ শতাংশ, রুপালি ৩৪ শতাংশ, সাব্বির ২৭ শতাংশ, নুরজাহান ২২ শতাংশ, সামিয়া ৯ শতাংশ ও জান্নাত ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কজনক। আর বাকি দুইজন শঙ্কমুক্ত।

সবার দেশ/এনএন