Header Advertisement

Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৪০, ৫ মার্চ ২০২৫

নিয়োগ ইস্যুতে উত্তপ্ত ইবি, পরিবহন প্রশাসকের পদত্যাগ 

নিয়োগ ইস্যুতে উত্তপ্ত ইবি, পরিবহন প্রশাসকের পদত্যাগ 
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী পরিবহন প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) দুপুরে তিনি নিজেই ‘সবার দেশ’কে বিষয়টি নিশ্চিত করেন।  

ভাইস-চ্যান্সেলর বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি প্রায় চার মাস আগে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করি। কিন্তু অজানা কারণে আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এ পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই দায়িত্ব নিয়েছিলাম। তবে আমি বারবার মৌখিকভাবে জানালেও আমাকে দায়িত্বে থাকতে বাধ্য করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি অনেক আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু উপাচার্য ব্যক্তিগত স্বার্থে আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। 

তবে এ অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। 

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) প্রশাসনিক পদে নিয়োগ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে দফায় দফায় হট্টগোল হয়। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে তাদের বাধা দেন।

সবার দেশ/এনএন