বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

যশোরের চৌগাছায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে নিজ বাড়িতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়।
নিহত শরিফুল ইসলাম (৪৫) চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে ছেলে রমেন হোসেন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় শরিফুল ইসলাম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার ছেলে রমেন হোসেন ঘরে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
জানা যায়, পারিবারিক কলহে বেশ কিছু দিন ধরে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। ৩ বছর আগে নিজ মেয়েকে ধর্ষণ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন শরিফুল।
চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, পাতিবিলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম নামে একজন খুন হয়েছে বলে শুনেছি। অভিযুক্ত ছেলে রমেনকে আটকের চেষ্টা চলছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
সবার দেশ/এনএন