Header Advertisement

Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৮ মার্চ ২০২৫

বন্ধুকে জিম্মি করে কলেজছাত্রীকে গণধর্ষণ!

বন্ধুকে জিম্মি করে কলেজছাত্রীকে গণধর্ষণ!
প্রতীকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধুকে জিম্মি করে এক  কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালি সমুদ্র সৈকতে বন্ধু নিয়ে বেড়াতে যান এক ভুক্তভোগী কলেজছাত্রী । তবে সেখানে তার বন্ধুকে ঝাউবনে গাছের সাথে বেঁধে জিম্মি করে ওই ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণ করে একদল বখাটে। 

পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশে খবর দেন এবং  বিকাল তিনটার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায় ।

ভুক্তভোগী জানান, তিনি দুপুরে এক ছেলে বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে জিম্মি করে তাকে দলবদ্ধ ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এদিকে এ বিষয়ে স্থানীয় লোকজন জানায়, আমরা মেয়েটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে তার চোখে মুখে ছিলো ভয়ের ছাপ, এছাড়া সৈকতে কোন নিরাপত্তা নেই যার ফলে প্রায় সময় পর্যটকদের এ বখাটেদের হয়রানির শিকার হতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।

সবার দেশ/এনএন