Header Advertisement

Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৪, ৯ মার্চ ২০২৫

ফ্যাসিবাদ তাড়িয়েছি মুসিবত আনার জন্য নয়: হাসনাত

আমি পুলিশসহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমি তাদের বলতে চাই— আপনারা যদি মনে করেন, আবার কোনওভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ফ্যাসিবাদ ফিরে আসবে, আপনারা তাদের মডেলের পুলিশিং করবেন সেটি বাংলাদেশে আর কখনোই হবে না।

ফ্যাসিবাদ তাড়িয়েছি মুসিবত আনার জন্য নয়: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার মুসিবত আনার জন্য নয়। 

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে একটি বেড়াজালে আটকে রেখেছিলো। তারা গণমাধ্যমের বাক শক্তিকে চেপে ধরেছিলো। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপন করছে। আমি প্রত্যাশা করবো, গণমাধ্যমে এ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশ সংস্কারের কাজ এখনো অব্যাহত রয়েছে। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সে ক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনও ধরনের পেশিশক্তি, কোনও ধরনের রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্যে দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটি গণমাধ্যমের কাছে আশা করছি।

আইনশৃঙ্খলার বর্তমান কার্যক্রম নিয়ে এনসিপির এ নেতা বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করেছে। আমি পুলিশসহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমি তাদের বলতে চাই— আপনারা যদি মনে করেন, আবার কোনওভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ফ্যাসিবাদ ফিরে আসবে, আপনারা তাদের মডেলের পুলিশিং করবেন সেটি বাংলাদেশে আর কখনোই হবে না। জনগণ যে ধরনের পুলিশিং চায়, সে পুলিশিংয়ে আপনারা তৎপর হবেন।

দোয়া ও ইফতার মাহফিল আরও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো মো. আবুল খায়ের, সমকালের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নাছির, ছাত্র প্রতিনিধি সাজেদুল রাশেদ রাফসান, খাইরুজ্জামান সবুজ, রাকিবুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, তানভীর হাসান তুষার, এনসিপির প্রতিনিধি শামীম কাউছার।

সবার দেশ/এনএন