Header Advertisement

Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩১, ১২ মার্চ ২০২৫

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সৈয়দপুরে মহিলা দলের মানববন্ধন

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সৈয়দপুরে মহিলা দলের মানববন্ধন
ছবি: সবার দেশ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে সৈয়দপুরে মহিলা দলের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। 

সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওই কর্মসূচি পালন করে।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা মহিলা দলের সহ সভাপতি সকিনা খাতুন ও হামিদা বেগম, সাধারণ সম্পাদক রূপা, সাংগঠনিক সম্পাদক শবনম বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দেশে ধর্ষণ,নির্যাতন এবং চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে।

এর আগে সংগঠনটি সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর মহিলা দলের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম