Header Advertisement

Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১২ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটাকে জরিমানা, উচ্ছেদ

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটাকে জরিমানা, উচ্ছেদ
ছবি: সবার দেশ

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, এবং রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১২ মার্চ) রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স প্রত্যয় ব্রিকস, খামারগাতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া, আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, কয়ড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে এবং চিমনী ও কিলন ভেঙে ফেলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদফতর, সিরাজগঞ্জ-এর পরিদর্শক শাহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  খাদিজা খাতুন বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন, পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: