Header Advertisement

Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ মার্চ ২০২৫

চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাইবোনসহ নিহত ৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাইবোনসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাইবোন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে দোহাজারী পৌরসভা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রেল স্টেশন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও অটোরিকশা চালক মারা যান। আহত অবস্থায় অপর শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন এবং দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের দুই সন্তান- ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দিন ও ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী।

এ ছাড়া তাসিন আক্তার (১৬) নামের একজন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি, সড়কে গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা দ্রুত সড়কে গতিরোধক নির্মাণ ও চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী।

সবার দেশ/কেএম