Header Advertisement

Sobar Desh | সবার দেশ যশোর থেকে বিল্লাল হোসেন 

প্রকাশিত: ১৬:২৫, ১৪ মার্চ ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে গণপূর্তের স্টাফের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে গণপূর্তের স্টাফের মৃত্যু
ছবি: সবার দেশ

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়িতে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গণপূর্তের অফিস সহকারি কামাল হোসেনের (৪৭) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বাঘারপাড়া উপজেলার রায়পুরের কয়ারখালী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কামাল হোসেন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

নিহতের মামা আজিজুর রহমান জানিয়েছেন, কামাল হোসেন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দফতরের অফিস সহকারি ছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গিয়ে তিনি (কামাল হোসেন) বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা খাতুন জানান, কামাল হোসেনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে তার মরদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।  

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিদ্যুৎস্পৃষ্টে কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: