বকশিশ না পেয়ে অক্সিজেন সরববাহ বন্ধ, শিশুর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বকশিশ না দেয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে। এতে এক নবজাতকের মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।
শিশুটির বাবা বেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমার সন্তান সকাল পর্যন্ত ভালো ছিলো, স্বাভাবিক আচরণ করছিলো। কিন্তু অক্সিজেনের পানি শেষ হয়ে গেলে ওয়ার্ডবয়কে নতুন পানি দিতে বলি। কিন্তু সে বকশিশ না পাওয়ায় পানি সরবরাহ বন্ধ করে দেয়। এরপর আমাদের পরিচ্ছন্নতার কথা বলে ওয়ার্ড থেকে বের করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর ভেতরে ঢুকে দেখি, আমার সন্তান আর নেই।
পরিবার জানায়, ৭ দিন আগে কক্সবাজারের চকরিয়ার জমজম হাসপাতালে শিশুটির জন্ম হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছিলো। নিউমোনিয়ার কারণে তার শারীরিক অবস্থা ভালো ছিলো না। তবে বকশিশের জন্য অক্সিজেন বন্ধের অভিযোগ ভিত্তিহীন। আমরা শুধু এক আয়ার বিরুদ্ধে বকশিশ দাবির অভিযোগ পেয়েছি, তাকে বের করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার স্বচ্ছতা ও বকশিশ দাবির সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য জানা যাবে।
সবার দেশ/কেএম