Header Advertisement

Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ১৯ মার্চ ২০২৫

ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করলো প্রশাসন

ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করলো প্রশাসন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দারবাদ এলাকায় অনুমোদন ছাড়া ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সম্প্রতি গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এটি বিতর্ক সৃষ্টি করে।

মঙ্গলবার (১৮ মার্চ) গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ অভিযানে মৌখিকভাবে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। প্রাণী জবাইয়ের জন্য ভেটেরিনারি সার্জনের অনুমোদন না থাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন, গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া।

স্থানীয় বাসিন্দারা ঘোড়া জবাইয়ের বিরোধিতা করে বলেন, ঘোড়া নবী-রাসূল (সা.)-এর আমল থেকে উপকারী প্রাণী। এটি পর্যটন ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রশাসনের উচিত ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা।

পূবাইল বেপারিপাড়া জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসাইন বলেন, হাদিসের বর্ণনায় ঘোড়ার মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়।

ঘোড়ার মাংস বিক্রেতা সফিকুল ইসলাম বলেন, দুই দিন আগে ঘোড়ার মাংস বিক্রি করেছি। প্রাণিসম্পদ দফতরের মৌখিক নির্দেশে তা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট এসে জানিয়েছেন, এটি আর বিক্রি করা যাবে না।

প্রশাসনের নির্দেশনার পর গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: