Header Advertisement

Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৬:০১, ২১ মার্চ ২০২৫

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেফতার

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তাজিনদার সিং উপজেলার মোহাম্মদপুর এলাকায় ‘এগ্রো এমবুস লিমিটেড’ নামে একটি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাজিনদারের বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজিনদার সিং শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় অন্য একটি শিশু ঘটনাটি দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাজিনদার সিংকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে। এরপর তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপর থানায় নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, তাজিনদার দীর্ঘ দিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেডের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে চাকরি করছেন। তাজিনদারের বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম