Header Advertisement

Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া এবং একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে রয়েছেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর সালাম মিয়ার সমর্থক ছিলেন।

চাঁনপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর সালাম মিয়া ও বিএনপি নেতা সামসু মেম্বারের মধ্যে বিরোধ চলছিলো। গত ৫ আগস্ট সংঘর্ষের পর আওয়ামীলীগ নেতাকর্মীরা এলাকাছাড়া ছিলেন। তবে তারা সম্প্রতি এলাকায় ফিরে এলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার ভোরে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফেরার চেষ্টা করলে বিএনপি নেতা সামসু মেম্বারের সমর্থকরা বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপক্ষই টেঁটা, বল্লম, দা ও ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হন এবং ছুরিকাঘাতে আরও একজন মারা যান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সংঘর্ষে দুইজন নিহতের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত হাসপাতালে একজনের লাশ এসেছে। অন্যজনের লাশ না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নিহতের সংখ্যা আসলে কতজন।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

সবার দেশ/কেএম