Header Advertisement

Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২২ মার্চ ২০২৫

দাউ দাউ জ্বলছে সুন্দরবন

দাউ দাউ জ্বলছে সুন্দরবন
ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে স্থানীয়রা বনের টেপারবিল এলাকায় ধোঁয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়।

তবে দুপুর ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বনরক্ষীরা আগুন নিয়ন্ত্রণে ফায়ারলাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আগুনের স্থানের কাছাকাছি কোনও পানির উৎস না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বনের খাল থেকে আগুনের স্থান প্রায় আড়াই কিলোমিটার দূরে হওয়ায় সরাসরি পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে কোনো পানির উৎস নেই। খালে জোয়ার আসার পর নৌপথে পানি পাম্প নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, সকালে আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগকে জানানো হয়েছে। এখন দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া দরকার, না হলে বড় ক্ষতি হতে পারে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, আগুন লাগার বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

আগুন যাতে বনের গভীরে ছড়িয়ে না পড়ে, সে জন্য বন বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: