অশ্লীল ছবি দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি

যশোরে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করেছে তরিকুল ইসলাম (২৭) নামের এক যুবক৷ শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ভেকুটিয়া কলোনি পাড়ায় এ ঘটনাটি ঘটে৷
স্থানীয়রা তরিকুলকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়৷ তরিকুল চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে ও ভেকুটিয়া কলোনিপাড়ার জিসানের বাড়ির ভাড়াটিয়া৷
স্থানীয়রা জানিয়েছেন, তরিকুল বিমানবন্দর এলাকায় একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন। শনিবার রাতে তিনি ভাড়া বাড়িতে ফিরে আরেক ভাড়াটিয়ার ৪ বছরের শিশু কন্যাকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণচেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীদের জানান। পরে তরিকুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এর আগে গত ২০ মার্চ দুপুরে তরিকুল ওই শিশুকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষনচেষ্টা করেছিলো।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তরিকুল মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় তরিকুলকে আটক করে থানায় আনার সময় জনগণ তরিকুলকে ফের গণপিটুনির জন্য হামলে পড়ে। ধর্ষণচেষ্টাকারীকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও সামান্য আহত হয়ে জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টাকারী তরিকুলকে পুলিশ আটক করেছে। রাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সবার দেশ/কেএম