Header Advertisement

Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ২৩ মার্চ ২০২৫

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। 

রোববার (২৩ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান এছাদ্দিন আলী(৮০)। তিনি ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মরহুম সুরুভায়ার ছেলে।

ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন জানিয়েছেন, দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া শুরু হয়। বৃদ্ধা এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হলে স্থানীয়রা ভ্যানে উঠিয়ে বাড়ি ফিরার পথে তার মৃত্যু হয়।

বৃদ্ধের মৃত্যুর বিষয়ে জানতে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি দুঃখজনক। তিনি আরোও জানান, খবর পাওয়ার পর মৃত এছাদ্দিন বাড়িতে যাই। এছাড়া তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: