অবৈধ ভেজাল সেমাই কারখানার জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদফতর এক ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। এতে মেসার্স মঈন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কারখানায় নিবন্ধন ব্যতিত সেমাই তৈরি ও খাদ্যে রং ব্যবহারের কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ মার্চ) দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শিহাব উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুন্না রানী চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর শহরের বাঁশবাড়িতে অবস্থিত মেসার্স মঈন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কারখানায় অভিযান চালান। অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর নিবন্ধন ব্যতিত সেমাই উৎপাদন, খাদ্যে রঙ এর ব্যবহার ইত্যাদি অপরাধের জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শিহাব উদ্দিন জানা্ন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সবার দেশ/কেএম