মেহেরপুর থেকে সাবেক এমপি আফজাল গ্রেফতার

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর থেকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) মধ্যরাতে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, আফজাল হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেসব তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসার পর ঘটনার পেছনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সবার দেশ/কেএম