Header Advertisement

Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ২৬ মার্চ ২০২৫

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া ৩ জনকে জয়বাংলা

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া ৩ জনকে জয়বাংলা
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টার’ অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া তিনজন হলেন সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। শহিদুল ইসলাম (৫০), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। সোহেল পারভেজ (৪১), আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা।

বেলা সোয়া ১১টার দিকে প্রায় ৩০ জনের একটি দল শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এ সময় তারা স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, এবং ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’। এর পর, উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, এ উস্কানিমূলক স্লোগান দেয়ার মাধ্যমে কয়েকজন মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। তিনি আরও বলেন, তাদের পুলিশ আটক করে আশুলিয়া থানায় নিয়ে এসেছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ঘটনার পর, স্মৃতিসৌধের আশপাশে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। তবে, আটক ব্যক্তিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এখন পর্যন্ত, পুলিশ বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সবার দেশ/এমকেজে