হোমনায় পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল

উপজেলা বিএনপির আয়োজনে কুমিল্লার হোমনায় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বিএনপি নেতা ব্যারিষ্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, এ্যাড.মো. আতাউল্লাহ, শাহআলম বাবুল, মো. তারিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও এটিএম মফিজুল ইসলাম শরীফ, সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মোসলেহ উদ্দিন, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ।
পরে শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তিও দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনস করেন
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মো নাসির উদ্দিন।
সবার দেশ/কেএম