শরীয়তপুরবাসী ঈদ করবে আগামীকাল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী পীরের ভক্তরা আগামীকাল, রোববার (৩০ মার্চ), পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট এবং শরীয়তপুর সদর উপজেলার ৩০টি গ্রামের প্রায় ৩২ হাজার মানুষ যথাযোগ্য মর্যাদায় ঈদের উৎসবে অংশ নেবেন।
রোবার সকাল ১০টায় সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মাওলানা শাহ সূফী সৈয়দ বেলাল নূরী সুরেশ্বরী, এবং মোনাজাত পরিচালনা করবেন গদিনশীন পীর ও মোতোয়াল্লী হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।
এছাড়া, শরীয়তপুরের এ অঞ্চলে প্রতি বছর সৌদি আরবের চান্দ্র মাসের হিসেবে মিল রেখে প্রায় দেড় শত বছর ধরে ঈদ উৎসব একদিন আগেই উদযাপিত হয়ে আসছে।
প্রায় দেড় শত বছর ধরে এসব গ্রামে একদিন আগেই ঈদ উৎসব উদযাপিত হয়ে আসছে।
সবার দেশ/কেএম