বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের কবরের ওপর আ’লীগের হামলা

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জুনায়েদের পরিবার ও শহিদ জুনায়েদের এর কবরের উপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
গতকাল সোববার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকালে রাজনগর ইউনিয়নের আওয়ামী চেয়ারম্যান ও তার লোকজন এ ঘটনা ঘটায়।
এলাকাবাসী অভিমান করে বলছে, আওয়ামী লীগকে বেশি বেশি পুনর্বাসন করুন। এ পরিবারটিকে কী বলে শান্তনা দিবে এ সরকার? ছেলেকে হারিয়ে এখন নিজেরাও থাকতে পারছেনা বাড়িতে!
জুনায়েদ শহীদ হওয়ার পরপরই মামলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের সাত মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও ফ্যাসিস্টদের সহযোগী কেউ এখানে গ্রেফতার হয়নি! শহীদ জুনায়েদের পরিবার ও এলাকার লোকজন রাজনগর ইউনিয়নের আওয়ামী চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনীর ভয়ে দিন কাটাচ্ছে।
সবার দেশ/কেএম