ঈদ মেলায় ফুচকা ৫০ জন খেয়ে হাসপাতালে

যশোরে অভয়নগরে ঈদ মেলার ফুচকা খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ফুচকা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান- ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়ায় ঈদ মেলা বসেছিলো। সে মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের ৩ জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের ৮ জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫ জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ফুচকা খেয়ে তারা ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সবার দেশ/কেএম