Header Advertisement

Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:০৬, ৩ এপ্রিল ২০২৫

মেঘনায় ‘উত্তরণ’ সমিতির ঈদ পুনর্মিলনী

মেঘনায় ‘উত্তরণ’ সমিতির ঈদ পুনর্মিলনী
ছবি: সবার দেশ

‘এসো মিলি প্রাণের টানে, মন ভরে নিই মাটির ঘ্রাণে’- এমনি প্রত্যয় নিয়ে ‘উত্তরণ’ সমিতির ব্যানারে মেঘনার একঝাঁক দামাল প্রাণ মিলিত হয়েছে ঈদ পুনর্মিলনীতে। নবীন - প্রবীনের এ মিলনমেলায় দুই প্রজন্মের উপস্থিতি এবং পরিচিতিতে নতুন প্রাণ পেয়েছে মেঘনার মাটি।

আজ বুধবার (২ এপ্রিল) কুমিল্লার মেঘনা উপজেলার কান্দার গাঁও গ্রামে ‘উত্তরণ’ সমিতিরি উদ্যোগে সংগঠনের সভাপতি আবদুল আলীমের বাসভবনে এ আয়োজন করা হয়। 

২০০৩ সালে প্রতিষ্ঠিত মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমিতি ‘উত্তরণ’ প্রতিবছর ঈদ পুনর্মিলনীর আয়োজন করে থাকে মেঘনার অতি নিকটবর্তী শহর রাজধানী ঢাকায়। এবারই প্রথম সমিতির সদস্যদের পরিবারসহ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয় প্রিয় জন্মভূমি মেঘনায়। 

ঈদ পুনর্মিলনীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মৃধা,  সাবেক সাধারণ সম্পাদক ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। 

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাঈদ আহমেদ খান, আজিম উদ্দিন, কথাসাহিত্যিক ও ‘সবার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু ইউসুফ, ব্যবসায়ী ওসমান গনি, ড. শাহ আলম, সরকারী কর্মকর্তা আবদুস সাত্তার, রমিজ উদ্দিন, এসআই আবদুল জলিল, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মৃধা, জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম মুকুল, মিহিন উল্লাহ মাষ্টার, নাজিম উদ্দিন মাষ্টার, রোটারিয়ান জসিম উদ্দিন খান, প্রফেসর শহীদুল ইসলাম, তোফাজ্জ হোসেন (খোকন), মওকত হোসেন, আবদুল গাফফার, মুজিবুর রহমান, মোজাম্মেল হক, মোহাম্মদ আলাউদ্দিন, মোখলেসুর রহমান, শাহ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ। 

অনুষ্ঠানে সদস্য পরিচিতি পর্বে প্রত্যেক সদস্য নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন যেন ‘উত্তরণ’ এর বন্ধন পারিবারিকভাবেও সুদৃঢ় হয়। এসময় উত্তরণের প্রতিষ্ঠাকালীন ইতিহাস রোমন্থন করা হয়। ‘উত্তরণ’ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফা শাহীন, পরবর্তী সভাপতি অষ্ট্রেলিয়া প্রবাসী মোবারক হোসেনের সমিতির প্রতি অবদান এবং অক্লান্ত শ্রম শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।

আরও পড়ুন <<>> ‘আমরা মেঘনাবাসি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা

অনুষ্ঠানে প্রথাগত খাবারের পাশাপাশি মেঘনার স্থানীয় খাবারের কিছু মেনু দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। সমিতির সকল সদস্যকে স্যুভেনির উপহার দেয়া হয়। সংগঠনের তিন সদস্য মরহুম শরীফ হোসেন, মরহুম অপু এবং মরহুম মজিবর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

সর্বশেষ সমিতির সদস্যদের নিয়ে গ্রুপ ছবি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সবার দেশ/কেএম