Header Advertisement

Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৭, ৪ এপ্রিল ২০২৫

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে গ্রেফতার ১

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর পুলিশের তদন্তে সাইনবোর্ড দানকারী ব্যক্তি ইমদাদুল হক লিটনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় মুসল্লিরা মসজিদে প্রবেশের সময় দেখতে পান, মসজিদের প্রবেশদ্বারে স্থাপিত ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ ও ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেয়া হবে’ লেখা প্রদর্শিত হচ্ছে। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও সাইনবোর্ডে এমন বার্তা প্রদর্শিত হয়েছিলো, তবে কিভাবে এটি ঘটলো, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, ঘটনার পরপরই সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে। এটি কীভাবে ঘটলো, তা এখনো বোঝা যাচ্ছে না। স্থানীয় মুসল্লিরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিক তদন্ত শেষে ইমদাদুল হক লিটনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আমরা ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখছি।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। পাশাপাশি, সাইনবোর্ডের ডিজিটাল ব্যবস্থাপনার দায়িত্বে কারা ছিলো, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এটি কারিগরি ত্রুটি, নাকি উদ্দেশ্যমূলকভাবে কেউ হ্যাকিংয়ের মাধ্যমে বার্তা প্রদর্শন করেছে, তাও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ড ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম