রংপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্থানীয় দোকান ভাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ বাজারে টিন ব্যবসায়ী জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। দোকানটির মালিক ইতিয়াক বাবু সম্প্রতি তাকে দোকান ছেড়ে দিতে বলেন। যদিও দোকানটি ২০২৮ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক ভাড়া নেয়া, তবুও জামানত বাবদ দেয়া ৩৫ লাখ টাকা ফেরতের শর্তে জাহিদুল দোকান ছাড়ার প্রস্তাব দেন। দোকান মালিক টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং জোর করে দোকান ছাড়ানোর হুমকি দেন। এ বিরোধ থেকেই দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, ময়নাল হোসেন (২৫), কাঁচাবাড়ি, মোন্নাফ হোসেন (৫০), পাঠানপাড়া, শফিকুল ইসলাম (৫৫), শাহাপাড়া, মোক্তারুল ইসলাম (৫২), বৈরামপুর, লাভলু মিয়া (৫০), রাজরামপুর।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত রায় জানান, আহত পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রেফার্ড করা হয়েছে।
এদিকে, সংঘর্ষের ঘটনার পর বিএনপির দুই পক্ষের নেতা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর মানিককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব আনিছুর রহমান লাকু এ নির্দেশনা জারি করেন।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম