Header Advertisement

Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:২৭, ৭ এপ্রিল ২০২৫

সিসিইউতে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

সিসিইউতে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

দলীয় সূত্র জানায়, বরকত উল্লাহ বুলু রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। কুমিল্লার লাকসাম উপজেলার কাছাকাছি পৌঁছালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দ্রুত তাকে কুমিল্লা শহরের মুন হাসপাতালে নেয়া হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সবার দেশকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা রাতে হাসপাতালে গিয়ে বরকত উল্লাহ বুলুর খোঁজ-খবর নেন।

আরও পড়ুন <<>> মির্জা ফখরুল সিঙ্গাপুর গেলেন চিকিৎসার জন্য

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বরকত উল্লাহ বুলুর হঠাৎ অসুস্থতার খবরে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতা কামনায় পোস্ট দিচ্ছেন অনেকে।

‘সবার দেশ’ পরিবার বরকত উল্লাহ বুলুর দ্রুত আরোগ্য কামনা করছে।

সবার দেশ/কেএম