Header Advertisement

Sobar Desh | সবার দেশ মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৯, ৭ এপ্রিল ২০২৫

ন্যায়বিচারের দাবিতে জনতার জোরালো অবস্থান

ধর্ষকের ফাঁসির মুক্তমঞ্চ: জয়পুরহাটে প্রতীকী ফাঁসি প্রদর্শন 

ধর্ষকের ফাঁসির মুক্তমঞ্চ: জয়পুরহাটে প্রতীকী ফাঁসি প্রদর্শন 
ছবি: সবার দেশ

দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ‘ধর্ষকের ফাঁসির মুক্তমঞ্চ’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি।

গতকাল রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় শহীদ ড. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র, যুব ও নাগরিক সমাজের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রতীকী ‘ধর্ষক’-এর ফাঁসি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক ঘৃণা ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘ন্যায়বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো ময়দান। আয়োজনটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ায় দ্রুততা ও কার্যকারিতার দাবিও তুলে ধরে।

কর্মসূচির অন্যতম আয়োজক ও বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক ব্যাধি। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার বিলম্বিত হলে অপরাধী উৎসাহ পায়। তাই আমরা চাই—সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক দ্রুততম সময়ের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতি জোর আহ্বান জানান, যেন ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত হয়।

সোশ্যাল মিডিয়ায় এ কর্মসূচির ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন—এ প্রতীকী ফাঁসিই দেখিয়ে দিচ্ছে, জনতা আর নিরব নয়।

অনেক বিশ্লেষকের মতে, এ ধরনের প্রতীকী কর্মসূচি জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে, তবে একই সঙ্গে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও দ্রুত বিচারব্যবস্থা আরও জরুরি।

সবার দেশ/কেএম