Header Advertisement

Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ১০:৩০, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৩১, ১৭ এপ্রিল ২০২৫

ঘটনার পরপরই ‘মিশন কমপ্লিট’ লিখে স্ট্যাটাস

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: ৬ ছাত্রলীগ নেতা আটক

আটককৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। ওসি আমান উল্লাহ জানান, ঘটনার পর রাতেই সে সোশ্যাল মিডিয়ায় ‘মিশন কমপ্লিট’ লিখে একটি স্ট্যাটাস দেয়।

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: ৬ ছাত্রলীগ নেতা আটক
ফাইল ছবি

চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটককৃতদের অধিকাংশই ছাত্রলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

‘মিশন কমপ্লিট’—অগ্নিসংযোগের পর স্ট্যাটাস

আটককৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। ওসি আমান উল্লাহ জানান, ঘটনার পর রাতেই সে সোশ্যাল মিডিয়ায় ‘মিশন কমপ্লিট’ লিখে একটি স্ট্যাটাস দেয়। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আমরা মনে করছি।

যাদের আটক করা হয়েছে:

  • ১. আল আমিন ওরফে তমাল (২২), ছাত্রলীগ, সদর উপজেলা—অর্থ সম্পাদক
  • ২. মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ, যুগ্ম সাধারণ সম্পাদক
  • ৩. মীর মারুফ, ছাত্রলীগ নেতা
  • ৪. আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ
  • ৫. বাবুল হোসেন (৫৪), সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ
  • ৬. খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), ছাত্রলীগ কর্মী

আতঙ্কে পরিবার, অভিযোগের তীর জাহিদ মালেকপন্থী নেতাদের দিকে

মানবেন্দ্র ঘোষের পরিবারের অভিযোগ, এ হামলার পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন থাকতে পারে। তাদের আশঙ্কা, আমাদের চারপাশে জাহিদ মালেকের অনুসারীদের দখল। মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার মাত্র দুই ঘণ্টার মধ্যে আগুন লাগানো হয়েছে। এরপর আরও কিছু হবে না তার কী নিশ্চয়তা আছে?

অারও পড়ুন <<>> ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির অভিযোগে চিত্রশিল্পীর বাড়িতে হামলা

তারা আরও বলেন, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার এবং জেলা ছাত্রলীগ সভাপতি সিফাত কোরাইশী সুমনের বাড়ি আমাদের আশেপাশেই। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

মামলা ও তদন্ত

সদর থানায় দায়েরকৃত মামলাটি এখনো তদন্তাধীন। পুলিশ বলছে, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন।

সবার দেশ/কেএম