Header Advertisement

Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ এপ্রিল ২০২৫

বীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার

‘পেছনে তাকানোর সুযোগ নেই’

‘পেছনে তাকানোর সুযোগ নেই’
ছবি: সবার দেশ

বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন।

১৭ এপ্রিল'২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ আব্দুল গফুরের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় জনতার অংশ গ্রহনে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি'র বক্তব্যে জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন অপরাধ দমন সহ মাদক নির্মূলে আমাদের কে আরও সজাগ দৃষ্টি রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে। 

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন দেশ এখন পরিবর্তন হয়েছে পেছনে তাকানোর সুযোগ নেই, তিনি আশ্বস্ত করেন, জনগনের যে কেন সমস্যায় তারা পাশে ছিলেন, আছে এবং থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, থানার ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি, সুমন দেবনাথ, সিরাজুল ইসলাম, সিরাজুল আওলাদ সুমনসহ অন্যরা। 

বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের সাধারণ জনগন।

মাদক ও জুয়ামুক্ত, অপরাধ দমনে সকলের সহযোগিতায় বীরগঞ্জ কে মডেল থানা হিসেবে রূপান্তর করতে সর্বস্তরের জনগণের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: