অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় গত শুক্রবার (১৮ এপ্রিল) রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় শিশুর মাকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানান, ছয় মাসের শিশুটিকে উদ্ধারে আমাদের টিম কাজ করছে। ডুবুরি দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা বলেন, খবর পাওয়ার পর আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছি। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুর মাকে উদ্ধার করেন, কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। নালার পানির প্রবাহ এবং রাতের অন্ধকার উদ্ধার কাজকে জটিল করে তুলেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নালার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নালার পাশে পর্যাপ্ত বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শিশুটির পরিবারের সদস্যরা হতাশা ও শোকে মুহ্যমান। স্থানীয় সমাজসেবা সংস্থাগুলো পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এ ঘটনা চট্টগ্রামের নগর অবকাঠামো এবং সড়ক নিরাপত্তার ঘাটতি তুলে ধরেছে। নগর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উদ্ধার অভিযানের ফলাফলের জন্য সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে।
সবার দেশ/কেএম