Header Advertisement

Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৫

 টঙ্গীতে মায়ের হাতে দুই শিশু সন্তান খুন

 টঙ্গীতে মায়ের হাতে দুই শিশু সন্তান খুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় নৃশংসভাবে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের মা সালেহা বেগম। নিহত শিশুরা হলো মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪)। 

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের একটি আটতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঘটনার পর সালেহা বেগম নিজেই পাশের বাড়ি থেকে তার দুই দেবরকে ডেকে আনেন। তার অসংলগ্ন কথাবার্তা ও হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। মধ্যরাতে জিজ্ঞাসাবাদে সালেহা দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কোনও তথ্য দেননি। পুলিশ রক্তাক্ত মরদেহ ও ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি উদ্ধার করেছে। 

নিহত শিশুদের বাবা আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার সময় বাতেন বাইরে ছিলেন, আর শিশুদের দাদি ওপরতলার একটি ফ্ল্যাটে বেড়াতে গিয়েছিলেন। সালেহার চিৎকারে দাদি নেমে এসে রক্তাক্ত শিশুদের দেখে পুলিশকে খবর দেন। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সালেহা ছাড়া ফ্ল্যাটে কেউ প্রবেশ করেনি। তিনি বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালেহার মা শিল্পী বেগম জানান, সালেহা দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভুগছিলেন। আবদুল্লাহর জন্মের পর থেকে এ সমস্যা বেড়ে যায়। মাঝে মাঝে তিনি স্বামীর বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে যেতেন, তবে অস্বাভাবিক আচরণ করেননি। পুলিশ জানায়, মাইগ্রেন ছাড়া অন্য কোনও সমস্যা আছে কিনা তা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হবে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনায় হতবাক। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে এ ঘটনার পেছনের কারণ আরও পরিষ্কার হবে বলে জানায় পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: