Header Advertisement

Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪২, ২০ এপ্রিল ২০২৫

পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন

মেঘনায় বালু সিন্ডিকেটের বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ

মেঘনায় বালু সিন্ডিকেটের বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকেলে রামপ্রসাদের চর মাঠে স্থানীয় গ্রামবাসী ও ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। 

প্রধান অতিথি সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি কখনোই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। যারা পরিবেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত, তারা যে পরিচয়ধারী হোক, বিএনপিতে তাদের কোনো স্থান নেই। তিনি দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মেঘনার জনগণের নদী ও প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রশংসনীয়। বিএনপি সবসময় জনস্বার্থের পক্ষে। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেঘনার নেতাকর্মীরা রামপ্রসাদের চরের জনগণের পাশে রয়েছেন।

বিশেষ অতিথি মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ মুন্সি বলেন, রামপ্রসাদের চর ও নলচরে অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনকে অবিলম্বে এ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অ্যাডভোকেট জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং সদস্য এস এম কবির হোসেন সরকার।

বক্তারা জানান, রামপ্রসাদের চর ও নলচরের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন চলছে। এর ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে, কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কার্যক্রম পরিবেশ ও স্থানীয় জনগণের জীবন-জীবিকার জন্য হুমকি সৃষ্টি করেছে। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান, এমনকি বিএনপির কোনো নেতা-কর্মী এতে জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ শেষে এলাকার বিক্ষোভকারীরা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন। তারা পরিবেশ ও নদী রক্ষায় রাজনৈতিক দলগুলোর এ ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়রা মনে করেন, এ আন্দোলন নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর ফল বয়ে আনবে।

মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বাংলাদেশে একটি জ্বলন্ত সমস্যা। এটি শুধু মেঘনা উপজেলার সমস্যা নয়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন নদীতেও এই সমস্যা দেখা যাচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংসের মতো সমস্যা তীব্র হচ্ছে। মেঘনা উপজেলার বিক্ষোভ এ সমস্যার বিরুদ্ধে স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান সচেতনতার প্রতিফলন।

মেঘনা উপজেলা বিএনপির নেতৃত্বে এ বিক্ষোভ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এবং পরিবেশ রক্ষার দৃঢ় প্রত্যয়ের প্রকাশ। রাজনৈতিক দল ও স্থানীয় জনগণের এ ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে এ আন্দোলন আরও তীব্র হতে পারে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ বিক্ষোভ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম