Advertisement

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:০৪, ২৯ ডিসেম্বর ২০২৪

মেঘনার চন্দনপুরে রাস্তা উন্নয়নের দাবি, উপজেলা প্রশাসনের আশ্বাস

মেঘনার চন্দনপুরে রাস্তা উন্নয়নের দাবি, উপজেলা প্রশাসনের আশ্বাস
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া পাকা ব্রীজ (রমিজ উদ্দিন বেকারি সংলগ্ন) থেকে গোপালনগর নোয়াব মিয়ার বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার সড়ক উন্নয়নের দাবি তুলেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গত ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন চন্দনপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী মো. জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, সড়কটি চন্দনপুর ও গোপালনগর গ্রামের হাজারো মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে আছেন। এ অবস্থায় দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, সড়কটি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পেয়েছি। এটি উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে। দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে কাজ শুরু করার চেষ্টা করব।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, মেঘনা উপজেলার প্রতিটি রাস্তা উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। চন্দনপুরের এ সড়কটির সমস্যাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে, যাতে এলাকাবাসীর ভোগান্তি কমে।

উল্লেখ্য, এলাকাবাসী আশা করছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। এতে গ্রামবাসীর যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে।

মো. ইব্রাহীম খলিল মোল্লা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি