Header Advertisement

Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪:২০, ২২ এপ্রিল ২০২৫

মধ্যরাতে মিছিলের চেষ্টা, ফরিদপুরে ৮ আওয়ামীকর্মী গ্রেফতার

মধ্যরাতে মিছিলের চেষ্টা, ফরিদপুরে ৮ আওয়ামীকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফরিদপুরে মধ্যরাতে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), চন্ডিপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার বাবু মোল্যা (১৯) এবং গন্দখালী গ্রামের সোয়াদ (১৯)। 

এ সময় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ দখলদার স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আওয়ামী লীগের ব্যানারে একদল ব্যক্তি রেললাইন ও মহাসড়কে মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলো। এরপর ভোরের দিকে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দলীয় পদ-পদবী বা নির্দিষ্ট পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনা ফরিদপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারবিরোধী এ ধরনের কার্যক্রম জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম