Header Advertisement

Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২২ এপ্রিল ২০২৫

ওয়ায়দুল কাদেরের ভাগিনা গ্রেফতার, খুশিতে মিষ্টি বিতরণ

ওয়ায়দুল কাদেরের ভাগিনা গ্রেফতার, খুশিতে মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

পুলিশ জানায়, আলী হায়দার ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। 

তিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান বুলবুলের মেয়ের জামাতা এবং গাজীপুরের শ্রীপুরে ‘ইনফ্রাটেক কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের জমি জবর দখলের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। 

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের কৃষকরা খুশিতে মিষ্টি বিতরণ করেন। ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আলী হায়দারের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।

এ গ্রেফতারকে স্থানীয়রা জমি দখলের অভিযোগ থেকে মুক্তির একটি পদক্ষেপ হিসেবে দেখছেন, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম