ব্রাহ্মণপাড়ায় ওয়ার্ড মেম্বার ও সাংবাদিক আহত
চোর ধরিয়ে দেয়ায় হামলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মিঠু মিয়া চোরকে পুলিশের হাতে সোপর্দ করায় হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রয়েল, ঢাকার কুখ্যাত সন্ত্রাসী রাসেল, মাদক সম্রাট রুবেল মিয়া ও তাদের সহযোগীরা মিঠু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, তাকে ও তার পরিবারের সদস্যদের গুরুতর আহত করে।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে, যখন একজন আটক চোরের জবানবন্দিতে জানা যায়, সিলেট ও ঢাকার আন্তঃজেলা ডাকাত দলের নেতা রয়েলের নেতৃত্বে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা এলাকায় প্রবেশ করেছিলো। এতে ক্ষিপ্ত হয়ে রয়েল ও তার দল মিঠু মিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে এবং পরিকল্পিত হামলা চালায়। হামলার সময় রাসেল সেনাবাহিনীকে অশালীন ভাষায় গালাগাল করে এবং আরেক দফা আক্রমণ করে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিঠু মিয়াকে উদ্ধার করে। গুরুতর আহত মিঠুকে হাসপাতালে নেয়ার সময় সন্ত্রাসীরা বাধা দেয়, তবে পুলিশের সহায়তায় তাকে নিরাপদে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে আসা এক সাংবাদিকের মাথায় রয়েল পেছন থেকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে গোসাইতুলি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও সংবাদকর্মীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি জানিয়েছেন, তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম