Header Advertisement

Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ২৩ এপ্রিল ২০২৫

কুমিল্লার ট্রেনে কাটা পড়ে নিহত ৩

কুমিল্লার ট্রেনে কাটা পড়ে নিহত ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এবং কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনে ভোরের কোনও এক সময় এ দুর্ঘটনা ঘটে। কোন ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুজন যুবক জীবিত ছিলেন, তবে পরে তাদের মৃত্যু হয়।

সদর রসূলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানান, সকাল ৮টার দিকে রেলওয়ে স্টাফরা স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ রুটে একাধিক ট্রেন চলাচল করেছে, যার মধ্যে যেকোনও একটি ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা করছে, এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনা স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

কুমিল্লার রেলপথে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন নয়। গত পাঁচ বছরে শুধু অরক্ষিত রেলক্রসিংয়ে ১৮টি দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। বুড়িচংয়ে এ সাম্প্রতিক ঘটনা রেলপথে নিরাপত্তার ঘাটতি নিয়ে ফের প্রশ্ন তুলেছে।

সবার দেশ/কেএম