ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রি-গ্রিনিং প্রজেক্টের আয়োজনে
মালিবাড়ীতে পরিবেশ বান্ধব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আজ ২৩শে এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বিকাল ৩টা পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রি-গ্রিনিং প্রজেক্টের আয়োজনে পরিবেশ বান্ধব মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন এর পক্ষে কৃষি সম্প্রসারন অধিদফতর গাইবান্ধার কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বনায়ন জোন গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলামের পক্ষে সহকারি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা খন্দকার মেহেদী হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ২ নং মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেব মোঃ রাসেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রি-গ্রিনিং প্রজেক্টের বুরজাহান আলী ও সহ সভাপতি মর্তুজা আলী মিঠু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর গাইবান্ধায় নিযুক্ত এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস সহ সকল মাঠ পর্যায়ে থাকা কর্মীদের পাশাপাশি উপজেলায় কর্মরত শাহ্ মোঃ মোত্তাসিম বিল্লাহ অনুষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে অংশীদারিত্ব মূখ্য ভূমিকা পালন করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অত্র জেলায় বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়ে কৃষি, মৎস, প্রাণিসম্পদ, পারিবারিক পুষ্টি বাগান, সামাজিক বনায়নের মত গুরুত্বপূর্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশ বান্ধব মেলায় এবার ওয়ার্ল্ড ভিশনের সদস্যদের পাশাপাশি জনসাধারনকে উৎসাহ ও সচেতনতার লক্ষে ১২টি স্টলে ক্যাটাগরি ভিত্তিক ডেমো প্রদর্শনীর মাধ্যমে সামাজিক বনায়ন, ভার্মি কম্পোষ্ঠ, দেশীয় গাছ, সোলার, পলিথিন সংগ্রহ কেন্দ্র, জৈবিকভাবে পোকামাকড় দমন, মাটির স্বাস্থ্য রক্ষায় লিগুম ফসল, নার্সারি, রি-গ্রিনিং কমিটির মাধ্যমে সচেতনতা সৃষ্টি, উন্নত চুলা/বন্ধু চুলা, জলজ প্রাণির অভয়ারণ্য, ও বসবাস উপযোগী পরিবেশ বান্ধব বাড়ী স্টল ভিত্তিক ঢেলে সাজানো হয়। অনুষ্ঠানে রি-গ্রিনিং কমিটির সভাপতি বুরজাহান আলী ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের মোট ১২টি স্টলের ক্যাটাগরি ভিত্তিক কার্যক্রমের তথ্য উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। তিনি বলেন এ পর্যন্ত রি-গ্রিনিং প্রজেক্টের মাধ্যমে প্রায় ২৫০ পরিবারকে বন্ধু চুলা/উন্নত চুলা বিতারণ করা হয়েছে। যা এখন সদস্যদের বাড়িতে দৃশ্যমান ও চলমান। সামনে তা আরো বৃদ্ধির মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতার মাধ্যমে ব্যবহার করার সুযোগ তৈরি করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে বলেন, এখন ধানের মৌসুম এ সময়ে ধানের ব্লাস্ট। কারেন্ট পোকার আক্রমন বেশি থাকে সে জন্য সচেতন থেকে নিয়মিত ঔষধ স্প্রে প্রয়োগ ও সঠিমমাত্রা ব্যবহারের নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের কাছে। তিনি কৃষি পরামর্শ নিয়ে ফসল ফলানোর কথাও জানান। এছাড়াও ধানের মাজরা পোকা দমনে সতর্ক থেকে নিয়মিত চাষাবাদ করার পরামর্শ প্রদান করেন।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা জানান, পারিবারিক পুষ্টি নিশ্চিত করে বাগান তৈরি ও পলিথিন এর প্রকৃত ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জৈব সার এর প্রয়োগ মাত্রা বিষয়ে উপস্থিত সদস্যদের আরো জোড়ালোভাবে উদ্ভুদ্ধ করেন।
সহকারি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সামাজিক ও প্রাকৃতিক বন, সবজি বাগান, বৃক্ষ সম্প্রসারন, জীবন বাঁচাতে সামাজিক বনায়ন এর মত গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্যোগ হাতে নিয়ে আগামীতে আরো নতুন কার্যক্রম বাস্তবায়ন ও বায়ু নাশক এর ব্যবহার কমিয়ে এনে সঠিকভাবে তা কার্যক্রম বাস্তবায়ন করা যায় এবং পেস্টিসাইড এর সু-ব্যবহারে, সকলকে সচেতন থাকার আহবানও জানান তিনি। ১ম পর্ব আলোচনা শেষে কর্মকর্তারা ঘুরে ঘুরে সবগুলো স্টল পরিদর্শন করেন এর আগে অনুষ্ঠানের শুরু থেকে আলোচনা শেষ অবধি পর্যন্ত স্কুলের কচি কাঁচা বাচ্চাদের উপস্থিতির পাশাপাশি জনসাধারনকে স্টল পরিদর্শন করতে দেখা গেছে।
২য় ধাপে বেলা ২টার পরে ইউনিয়ন পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাতে অত্র এলাকার বাসিন্দারাদের পাশাপাশি উৎসুক জনতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা উপভোগ করেন।
সবার দেশ/কেএম