খাগড়াছড়িতে অপহৃত ছিলেন ৯ দিন
মুক্তি পেলেন চবির ৫ শিক্ষার্থী

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী ৯ দিন পর মুক্তি পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনরোষ ও আন্দোলনের মুখে অপহরণকারীরা কয়েক দফায় শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে মুক্তির স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অপহৃত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী: মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা (চারুকলা বিভাগ), দিব্যি চাকমা (নাট্যকলা বিভাগ), রিশন চাকমা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) এবং লংঙি ম্রো (প্রাণিবিদ্যা বিভাগ)। এদের মধ্যে রিশন চাকমা পিসিপির চবি শাখার সক্রিয় সদস্য।
গত ১৬ এপ্রিল ভোর সাড়ে ৬টার দিকে বৈসাবি উৎসব শেষে রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকায় একটি টমটম গাড়ি থেকে এই শিক্ষার্থীদের অপহরণ করা হয়। টমটম চালককে পরে ছেড়ে দিলেও শিক্ষার্থীদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পিসিপির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণের জন্য প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করা হয়েছে। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ অভিযোগ অস্বীকার করেছেন।
মুক্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ, মিছিল ও সমাবেশসহ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পাশাপাশি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা, সামরিক সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করা হয়।
পিসিপি তাদের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের মুক্তির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, পিসিপির বিবৃতি সত্যতা নিশ্চিত করেছে। আমরা নিশ্চিত হয়েছি শিক্ষার্থীরা মুক্ত।
এ ঘটনা পার্বত্য চট্টগ্রামের চলমান রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির জটিলতাকে পুনরায় সামনে এনেছে। শিক্ষার্থীদের মুক্তি স্বস্তি ফিরিয়ে এলেও অপহরণকারীদের শাস্তির দাবিতে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে পিসিপি।
সবার দেশ/কেএম