Header Advertisement

Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ২৫ এপ্রিল ২০২৫

রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল, আটক ৩

‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল, আটক ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে ‘শেখ হাসিনা ফোর্স’ নামে একটি ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল, ২০২৫) ভোরে নগরের লাভ লেইন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কিছু যুবক ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার হাতে এ মিছিল করেন। ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। 

মিছিলটি ভোরে লাভ লেইন এলাকায় অনুষ্ঠিত হয়, যেখানে ১৫-২০ জন তরুণ-যুবক অংশ নেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিচ্ছেন। এ মিছিল সোম্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযান চালিয়ে বাকি অংশগ্রহণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনার আগে, ১৭ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে যুবলীগের একটি ঝটিকা মিছিল হয়েছিলো। সে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছিলো। এ ধরনের ঘটনাগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, এবং অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং সংগঠিত হওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ‘শেখ হাসিনা ফোর্স’ নামে এ ধরনের মিছিল এবং স্লোগান আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যা বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াত-ই-ইসলামীসহ বিরোধী দলগুলো এ ধরনের কার্যক্রমকে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের এ ধরনের উসকানিমূলক কার্যক্রম দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এদিকে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাবি করেছেন, এ মিছিলগুলো তৃণমূল পর্যায়ের সমর্থকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এবং কেন্দ্রীয়ভাবে এর সঙ্গে দলের কোনো সংযোগ নেই।

সবার দেশ/কেএম