Header Advertisement

Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ২৬ এপ্রিল ২০২৫

লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ: মূলহোতা গ্রেফতার

লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ: মূলহোতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মানবপাচার চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নওগাঁর রাণীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

র‌্যাব জানায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে জাহিদের সঙ্গে পরিচয় হয় কুড়িগ্রাম সদরের ভোগরায় গ্রামের ইয়াকুব আলীর (৩৮)। জাহিদ ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১০ আগস্ট ইয়াকুবের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করে। পাঁচ লাখ টাকা আগাম নিয়ে জাহিদ ইয়াকুবসহ ২৬ জনকে ২৪ সেপ্টেম্বর আমিরাত এয়ারলাইন্সে দুবাই পাঠায়। সেখান থেকে তাদের নাইজার, আলজেরিয়া, তিউনিশিয়া হয়ে লিবিয়ায় নেয়া হয়। আলজেরিয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে ২১ দিন জেলে রাখে।

লিবিয়ায় পৌঁছানোর পর তাদের একটি বাড়িতে বন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। ইয়াকুবের পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে ৩৫ লাখ টাকা আদায় করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পর লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের মেজর জেনারেল আবুল হাসনাত মো. খাইরুল বাশারের উদ্যোগে ২৭ জনকে উদ্ধার করা হয়। ইয়াকুব ৯ জানুয়ারি দেশে ফিরে ২৫ মার্চ কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

র‌্যাব অধিনায়ক জানান, জাহিদ তার অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি তার বাবা এহরাম সরদার ও চাচা বাবু মোল্লার সঙ্গে মিলে এ চক্র পরিচালনা করতেন। র‌্যাব অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সবার দেশ/কেএম