রি-গ্রিনিং প্রজেক্টের আয়োজন
বৃক্ষ রোপন ও পরিবেশ রক্ষায় সচেতন করার লক্ষে র্যালী

গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ২৭শে এপ্রিল রোববার বেলা ১২টা থেকে শুরু হওয়া দুপুর ২টা পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রি-গ্রিনিং প্রজেক্টের আয়োজনে এক র্যালী বের করা হয়।
নিয়মিত কর্মসূচি হিসাবে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন ও বাড়ির পাশে ময়লা আবর্জনা বিষয়ে গ্রামবাসিকে সচেতনতা বৃদ্ধির লক্ষে এ র্যালীর আয়োজন করা হয়।
র্যালীতে গ্রামবাসিসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকরার উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজের সচেতন মহল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল, ইউপি সচিব/প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম ও রি-গ্রিনিং প্রকল্পে নিযুক্ত থাকা সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে র্যালীটি সম্পন্ন হয়। পরে ইউপি চত্বর থেকে বের হয়ে প্রায় ১ কিলোমিটার প্রদর্শন শেষে র্যালী শেষ হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। প্রজেক্ট অফিসার শাহ্ মোঃ মোত্তাসিম বিল্লাহ নিয়মিত কর্মসূচি বাস্তবায়নে অংশীদারিত্ব মূখ্য ভূমিকা পালন করেন। র্যালি শেষে বৃক্ষরোপন ও এলাকাবাসিকে সচেতনতা সৃষ্টির লক্ষে বাড়ির আশপাশে সব সময় ময়লা আবর্জনা পরিষ্কার রাখার আহবান জানানো হয়।
সবার দেশ/কেএম