ফ্রিজিংভ্যানে লাশ রেখে সালিশে সমাধানের চেষ্টা
সম্পত্তি দ্বন্দ্বে স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাধা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামে সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে মাজেদ বিশ্বাস নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী হামফুর বেগম। এ ঘটনায় মরদেহ ফ্রিজিংভ্যানে রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশে বসেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ এপ্রিল ২০২৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল) উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে মরদেহ দাফনের সিদ্ধান্ত হয়েছে।
ঘটনার বিবরণ
মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর তিনি হামফুর বেগমকে বিয়ে করেন। তাদের দ্বিতীয় সংসারে কোনো সন্তান হয়নি। মাজেদের প্রথম স্ত্রীর দুই ছেলে, লতিফুর রহমান ও জাব্বার, পুলিশে চাকরি করেন। প্রায় ছয় মাস আগে মাজেদ শয্যাশায়ী হলে তার ছেলেরা চিকিৎসার অজুহাতে তাকে অন্যত্র নিয়ে যান এবং সেখানে তার সম্পত্তি তাদের নামে লিখে নেন। গত ১৬ এপ্রিল মাজেদের পক্ষ থেকে হামফুরের কাছে তালাকনামা পাঠানো হয়, যা তিনি গ্রহণ করেননি। হামফুর এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন, এবং ৫ মে সালিশের তারিখ নির্ধারিত হয়।
কিন্তু গত শনিবার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মরদেহ গ্রামে দাফনের জন্য আনা হলে হামফুর বেগম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দাফনে বাধা দেন। তিনি অভিযোগ করেন যে, তার সৎ ছেলেরা তার স্বামীকে জোর করে সম্পত্তি তাদের নামে লিখিয়েছেন এবং তার অজান্তে তালাকনামা পাঠিয়েছেন। তিনি বলেন, আমি ২০ বছর ধরে সংসার করেছি, সৎ ছেলেদের মানুষ করেছি, স্বামীর সেবা করেছি। তারা ১০ লাখ টাকার গাছ বিক্রি করেছে, তবু আমি কিছু বলিনি। এখন তারা আমাকে বঞ্চিত করে সম্পত্তি নিয়েছে। আমি ন্যায়বিচার চাই।
সালিশ ও সমাধানের উদ্যোগ
সোমবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশে বসেন। মরদেহ ফ্রিজিংভ্যানে রাখা হয়েছে। সালিশে সিদ্ধান্ত হয় যে, মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে সম্পত্তি সমবণ্টনের পর মরদেহ দাফন করা হবে। তবে মাজেদের ছেলেরা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, মৃত ব্যক্তির দুটি পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এক পক্ষের ছেলেরা সম্পত্তি লিখে নিয়েছে বলে অভিযোগ। স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে মঙ্গলবার সম্পত্তি বণ্টনের পর দাফনের সিদ্ধান্ত হয়েছে।
সবার দেশ/কেএম